বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ডিসি,পদে নিয়োগ বঞ্চিত অভিযোগ তুলে সচিবালয়ে হট্টগোল বাগেরহাটের রামপালে জাতীয়তাবাদী ছাত্রদলের শান্তি-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোণায় ভারতীয় ২৭৪বস্তা চিনি জব্দ  উপটুয়াখালী মাদরাসা সুপারের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জনসহ ও মানববন্ধন   যুক্তরাষ্ট্রের টি-টেন লিগে, মাশরাফীসহ ৮ বাংলাদেশি ক্রিকেটার শেখ হাসিনার বিচার, সরাসরি সম্প্রচার করা হবে. রাষ্ট্রের সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্য নিয়ে গঠিত হলো জাতীয় নাগরিক কমিটি আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি করার সিদ্ধান্ত, বগুড়ায় হিরো আলমকে কান ধরিয়ে ওঠবস করানোর ও মারধর করার অভিযোগ  পুলিশ কোন দলের না, পুলিশ রাষ্ট্রের পুলিশ সুপার তৌহিদুল আরিফ

লোহাগড়া পৌর নির্বাচন, প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে-দ্বারে, সাবেক মেয়র আশরাফুলের ব্যাপক গনসংযোগ।

শরিফুজ্জামান, নড়াইল
  • আপলোডের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

নড়াইল লোহাগড়ায় আর মাত্র কয়েকদিন বাকি, প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে-দ্বারে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আগামী ২ নভেম্বর লোহাগড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৩ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতিমধ্যে দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতিক নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমান। দলীয় মনোনয়ন না পেয়ে দলের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হচ্ছেন উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতি বর্তমান মেয়র আশরাফুল আলম। এদিকে এলাকার তরুন যুবসমাজকে সাথে নিয়ে জোর প্রচারনা চালাচ্ছেন তরুন সমাজসেবক লোহাগড়া-লক্ষীপাশা বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রোজিয়া সুলতানা চামেলি। তবে প্রচার প্রচারনা ও গনসংযোগে এগিয়ে আছেন বর্তমান মেয়র আশরাফুল আলম। তিনি শুক্রবার সারা দিন পৌর এলাকার লক্ষীপাশা, গোপীনাথপুর, রামপুর, কচুবাড়িয়া, সিংগা, মশাঘুনি, রাজুপুর, খলিসাখালি এলাকায় ব্যাপক গনসংযোগ করেছেন। বিগত ৫ বছরের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে মেয়র আশরাফুল আলম বলেন, গত নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী লিপি খানমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ৩ হাজারের অধিক ভোটে জয়ী হয়ে মেয়র নির্বাচিত হয়েছি। পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। পৌরবাসী এবারও তাদের মুল্যবান ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..