মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
আনন্দঘন জমকালো আয়োজনে ভোলা জেলা ছাত্র কল্যাণ এর ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন গাজী জসীম উদ্দিন। সিংড়ায় ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবক গ্রেপ্তার সাংবাদিকদের সম্মানে রায়পুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল রাজধানীর সাত কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা: ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপানো সেই যুবদল নেতা বহিস্কার শহীদ সাগর ও শহীদ রাব্বির আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর: নামকরণের প্রত্যাশায় শিক্ষার্থীরা। জামায়াতে ইসলামীর “কর্মী শিক্ষা শিবির” অনুষ্ঠিত।

লোহাগড়া পৌর নির্বাচন, প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে-দ্বারে, সাবেক মেয়র আশরাফুলের ব্যাপক গনসংযোগ।

শরিফুজ্জামান, নড়াইল
  • আপলোডের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

নড়াইল লোহাগড়ায় আর মাত্র কয়েকদিন বাকি, প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে-দ্বারে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আগামী ২ নভেম্বর লোহাগড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৩ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতিমধ্যে দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতিক নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমান। দলীয় মনোনয়ন না পেয়ে দলের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হচ্ছেন উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতি বর্তমান মেয়র আশরাফুল আলম। এদিকে এলাকার তরুন যুবসমাজকে সাথে নিয়ে জোর প্রচারনা চালাচ্ছেন তরুন সমাজসেবক লোহাগড়া-লক্ষীপাশা বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রোজিয়া সুলতানা চামেলি। তবে প্রচার প্রচারনা ও গনসংযোগে এগিয়ে আছেন বর্তমান মেয়র আশরাফুল আলম। তিনি শুক্রবার সারা দিন পৌর এলাকার লক্ষীপাশা, গোপীনাথপুর, রামপুর, কচুবাড়িয়া, সিংগা, মশাঘুনি, রাজুপুর, খলিসাখালি এলাকায় ব্যাপক গনসংযোগ করেছেন। বিগত ৫ বছরের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে মেয়র আশরাফুল আলম বলেন, গত নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী লিপি খানমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ৩ হাজারের অধিক ভোটে জয়ী হয়ে মেয়র নির্বাচিত হয়েছি। পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। পৌরবাসী এবারও তাদের মুল্যবান ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..