বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাঈম, সম্পাদক মিসবাহ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে : অর্থ উপদেষ্টা নির্বাচনে ম্যাজিস্ট্রেটের সংখ্যা না বাড়লে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ টাঙ্গাইলের মির্জাপুরে মাদক নিয়ন্ত্রণ আইনে ৩ ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ডপ্রদান মদন পৌরসভার সড়ক কাটায় জনভোগান্তি, অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ওসমান হাদির মতোই এনসিপি নেতাকে গুলি করে পালায় দুর্বৃত্তরা পারকি সমুদ্র সৈকতে বিজয় দিবসে ট্রাফিক নিয়ন্ত্রণে জাতীয়তাবাদী সাইবার দলের উদ্যোগ ভোলায় জামায়াতের মামলায় বিএনপি নেতাদের জামিন: ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হাদির জানাজাকে ঘিরে ৭টি ট্রাফিক নির্দেশনা- ডিএমপি

লোহাগড়া পৌর নির্বাচন, প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে-দ্বারে, সাবেক মেয়র আশরাফুলের ব্যাপক গনসংযোগ।

শরিফুজ্জামান, নড়াইল
  • আপলোডের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

নড়াইল লোহাগড়ায় আর মাত্র কয়েকদিন বাকি, প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে-দ্বারে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আগামী ২ নভেম্বর লোহাগড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৩ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতিমধ্যে দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতিক নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমান। দলীয় মনোনয়ন না পেয়ে দলের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হচ্ছেন উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতি বর্তমান মেয়র আশরাফুল আলম। এদিকে এলাকার তরুন যুবসমাজকে সাথে নিয়ে জোর প্রচারনা চালাচ্ছেন তরুন সমাজসেবক লোহাগড়া-লক্ষীপাশা বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রোজিয়া সুলতানা চামেলি। তবে প্রচার প্রচারনা ও গনসংযোগে এগিয়ে আছেন বর্তমান মেয়র আশরাফুল আলম। তিনি শুক্রবার সারা দিন পৌর এলাকার লক্ষীপাশা, গোপীনাথপুর, রামপুর, কচুবাড়িয়া, সিংগা, মশাঘুনি, রাজুপুর, খলিসাখালি এলাকায় ব্যাপক গনসংযোগ করেছেন। বিগত ৫ বছরের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে মেয়র আশরাফুল আলম বলেন, গত নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী লিপি খানমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ৩ হাজারের অধিক ভোটে জয়ী হয়ে মেয়র নির্বাচিত হয়েছি। পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। পৌরবাসী এবারও তাদের মুল্যবান ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..