শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরা কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের নেতা-কর্মীদের মধ্যে হামলা-পাল্টা হামলা। চবিতে চলছে হল সিলগালা। নড়াইলে পুকুরে গোসল করতে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু  নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৭   সিংড়ায় মাসব্যাপী চলনবিল বৃক্ষরোপণ উৎসবে বিনামূল্যে গাছের চারা বিতরণ পুরাতন সাতক্ষীরায় জমিজমা বিরোধে ৪জনকে পিটিয়ে আহত কোটা সংস্কারের দাবিতে বঙ্গভবনের স্মারকলিপি দিলেন শিক্ষার্থীরা যারা না জেনে সমালোচনা করেন, তারা মানসিক রোগী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু গৃহকর্মীকে  নির্যাতনের ঘটনায় দম্পতি গ্রেফতার। সাভারে চুরির অপবাদ দিয়ে শিশু গৃহকর্মীকে নির্যাতন, জিজ্ঞাসাবাদের জন্য আটক দুই

লোহাগড়া পৌর নির্বাচন, প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে-দ্বারে, সাবেক মেয়র আশরাফুলের ব্যাপক গনসংযোগ।

শরিফুজ্জামান, নড়াইল
  • আপলোডের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

নড়াইল লোহাগড়ায় আর মাত্র কয়েকদিন বাকি, প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে-দ্বারে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আগামী ২ নভেম্বর লোহাগড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৩ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতিমধ্যে দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতিক নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমান। দলীয় মনোনয়ন না পেয়ে দলের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হচ্ছেন উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতি বর্তমান মেয়র আশরাফুল আলম। এদিকে এলাকার তরুন যুবসমাজকে সাথে নিয়ে জোর প্রচারনা চালাচ্ছেন তরুন সমাজসেবক লোহাগড়া-লক্ষীপাশা বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রোজিয়া সুলতানা চামেলি। তবে প্রচার প্রচারনা ও গনসংযোগে এগিয়ে আছেন বর্তমান মেয়র আশরাফুল আলম। তিনি শুক্রবার সারা দিন পৌর এলাকার লক্ষীপাশা, গোপীনাথপুর, রামপুর, কচুবাড়িয়া, সিংগা, মশাঘুনি, রাজুপুর, খলিসাখালি এলাকায় ব্যাপক গনসংযোগ করেছেন। বিগত ৫ বছরের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে মেয়র আশরাফুল আলম বলেন, গত নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী লিপি খানমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ৩ হাজারের অধিক ভোটে জয়ী হয়ে মেয়র নির্বাচিত হয়েছি। পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। পৌরবাসী এবারও তাদের মুল্যবান ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..