রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ভোলায় প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস।। ভোলায় আয়োজিত হয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বক্তব্য প্রতিযোগিতা। লাখো জনতার ভালোবাসায় সিক্ত ভোলা-১ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর এয়োদশ জাতীয় নির্বাচনে ভোলার ৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল বিএনপি। খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি : নাসীরুদ্দীন জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন হিরো আলম সরিষাবাড়ীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মদনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

করোনার বুস্টার ডোজ দিতে যাচ্ছে যুক্তরাজ্য

সংগ্রাম প্রতিদিন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১

করোনাভাইরাসের বুস্টার ডোজ দেয়া নিয়ে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরে। এবার যুক্তরাজ্য আগামী মাসে ৩২ মিলিয়ন মানুষকে করোনার বুস্টার ডোজ দিতে যাচ্ছে। রোববার দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আগামী সেপ্টেম্বর মাসের শুরুর দিকে যুক্তরাজ্যে করোনার বুস্টার ডোজ দেয়ার কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে। এরইমধ্যে
বুস্টার ডোজ দেয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাজ্যে করোনার বুস্টার ডোজ দেয়ার কার্যক্রম আগামী ৬ সেপ্টেম্বর শুরু হতে পারে। প্রায় ৩ কোটি ২০ লাখ মানুষকে বুস্টার ডোজ দেয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য।

যুক্তরাজ্য প্রথম ফাইজার-বায়োএনটেকের ডোজ দিয়ে করোনার টিকা কার্যক্রম শুরু করে গত বছরের ডিসেম্বরে। পরে দেশটিতে অন্য কোম্পানির টিকা দেয়া শুরু হয়। যুক্তরাজ্যে ৪৬ মিলিয়নের বেশি মানুষ করোনার প্রথম ডোজ পেয়েছেন এখন পর্যন্ত। আর ৩৮ মিলিয়নের বেশি মানুষ টিকার উভয় ডোজ পেয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে।

রয়টার্সের দেয়া তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে রোববার নতুন করে ২৪ হাজার ৪৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৬৫ জন। ওয়ার্ল্ডোমিটারসের পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৫৮ লাখ ৮০ হাজার ৬০০ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ৭০০ জন।

সম্প্রতি বিবিসির প্রতিবেদনে জানানো হয়, প্রথম ও দ্বিতীয় ডোজ হিসাবে আলাদা আলাদা প্রতিষ্ঠানের টিকা নিলে সেটা করোনাভাইরাস থেকে সুরক্ষায় বেশি কাজ করে বলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণার ফলাফলে জানা গেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..