বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
গাজীপুরের কালীগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় একজন গ্রেফতার পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার নেত্রকোণায় মাদক ও বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করলো শিক্ষার্থীরা ডাকসুর ভোট গণনা দেখা যাবে সরাসরি লাইভে আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ পল্লী বিদ্যুৎ গণছুটি ঘোষণা দিয়ে ৮০৯ কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থল ত্যাগ ১২ ঘন্টার মধ্যে নড়াইলের চাঞ্চল্যকর গৃহবধূ মুন্নি খানম হত্যা মামলার রহস্য উন্মোচন আজ সুবর্ণচরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

জলবায়ু ও কোভিড মোকাবেলায় তহবিল বাড়াতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান:প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংগ্রাম প্রতিদিন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

জলবায়ু ও কোভিড মোকাবেলায় তহবিল বাড়াতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যায় ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর এক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

জলবায়ু ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সভার উদ্বোধন করেন। বাংলাদেশ সময় সন্ধ্যায় শুরু হয় প্রথম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থ সম্মেলন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ২০টি দেশের মুখপাত্র হিসেবে গণভবন থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সূচনা বক্তব্য রাখেন। ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন জাতিসংঘ মহাসচিবসহ বিশ্বনেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তন ও কোভিড ১৯ অতিমারিতে চরমভাবে ক্ষতিগ্রস্ত পুরো বিশ্ব।

বিপদ থেকে রক্ষায় নিজেদের উদ্যোগের কথা তুলে ধরেন। উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থ দ্রুত ছাড় দেয়ার আহ্বান জানান তিনি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পাঁচ দফা সুপারিশ তুলে ধরেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস এতে সমর্থন জানান। গুতেরেস বলেন, এ বিষয়ে সময় নষ্ট করার সুযোগ নাই। ক্লাইমেট ভালনারেবল ফিন্যান্স সামিটে বক্তব্য রাখেন ঝুঁকিপূর্ণ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান। যুক্তরাষ্ট্রের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিশেষ প্রেসিডেন্সিয়াল এনভয় জন কেরি বলেন, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে বাইডেন সরকার।

সভায় বক্তব্য দেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর প্রেসিডেন্টসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধানরা। ভালনারেবল টোয়েন্টি মন্ত্রীপরিষদের সংলাপে বিশ্বনেতারা জলবায়ু ও কোভিড সমস্যা সমাধানের গঠনমূলক আলোচনা করবেন বলে প্রধানমন্ত্রী তার সমাপনী বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন। পরে, ভি টোয়েন্টি সভাপতি বাংলাদেশের অর্থমন্ত্রীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..