শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার নেত্রকোণায় মাদক ও বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করলো শিক্ষার্থীরা ডাকসুর ভোট গণনা দেখা যাবে সরাসরি লাইভে আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ পল্লী বিদ্যুৎ গণছুটি ঘোষণা দিয়ে ৮০৯ কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থল ত্যাগ ১২ ঘন্টার মধ্যে নড়াইলের চাঞ্চল্যকর গৃহবধূ মুন্নি খানম হত্যা মামলার রহস্য উন্মোচন আজ সুবর্ণচরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। আশ্রয়প্রার্থী নিয়ে কড়াকড়ি: শিক্ষার্থী থেকে ইংলিশ চ্যানেল হয়ে আসা আশ্রয় সব ক্ষেত্রেই কঠোর অবস্থান যুক্তরাজ্যের

নড়াইল রেড ক্রিসেন্ট সোসাইটির অক্সিজেন সিলিন্ডার সরবরাহ ও উদ্বোধন।

সংগ্রাম প্রতিদিন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

নড়াইল রেড ক্রিসেন্ট সোসাইটির অক্সিজেন সিলিন্ডার সরবরাহের কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছে।আজ (৫ জুলাই) সোমবার সকালে নড়াইল চৌরাস্তা এলাকার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের অস্থায়ী কার্যালয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন,জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা থেকে প্রাপ্ত ২টি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন ও ৮টি অক্সিজেন সিলিন্ডার এবং জেলা আওয়ামী-লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোসের দেয়া ১টি ও এবিএম আব্দুল আলীর দেয়া ১টি অক্সিজেন সিলিন্ডার মোট ১০টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল জেলা ইউনিটের চেয়ারম্যান,অ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাসের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন,পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার),সিভিল সার্জন ডাঃনাছিমা আক্তার,জেলা আওয়ামী-লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস,রেড ক্রিসেন্ট সোসাইটির নড়াইল ইউনিটের সাধারন সম্পাদক,কাজী ইসমাইল হোসেন লিটন,জেলা পরিষদের সদস্য ও বীর মুক্তযোদ্ধা সাইফুর রহমান হিলু,পৌর আওয়মী-লীগের সভাপতি ও সম্মিলিত সাংষ্কৃতিক জোটে সভাপতি রেড ক্রিসেন্টের কর্মকর্তা মলয় কুমার কুন্ডু,রেড ক্রিসেন্টের কর্মকর্তা রেজাউল বিশ্বাস,যুব রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান,শামীম আহম্মেদসহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের কর্মকর্তাগণ প্রমূখ।

এসময় রেড ক্রিসেন্ট সোসাইটির নেতাগণ বলেন,এসব অক্সিজেন সিলিন্ডার সাধারণ জনগণ ও অসহায়দের বিপদে আপদে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সাথে সাথে রোগীর কাছে অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাজির হব বলেও জানান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..