মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন , ই-পেপার

খোকসা শিমুলিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের বিধান রায়ের মেয়ের বিয়ে বাড়িতে ডাকাতির ঘটনায় আসামি গ্রেফতার

জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

কুষ্টিয়ার খোকসা শিমুলিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের বিধান কুমার রায় এর মেয়ের গত রবিবার ২০ জুলাই বিবাহের দিন ঠিক ছিল। কিন্তু শনিবার দিবাগত গভীর রাতে তার বাড়িতে ডাকাতি হয় ডাকাতরা ডাকাতি করে স্বর্ণালংকার নগদ টাকা সহ ২ লাখ ৯৬ হাজার সমপরিমাণ মালাবার লুট করে নিয়ে যায়। এই সংক্রান্তে বিধান কুমার রায় বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১২ জন ডাকাতের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যাহার খোকসা থানার মামলা নং-০৪, তারিখ-২২ জুলাই ২০২৫ খ্রিঃ ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড। মামলার তদন্তকালে উক্ত ডাকাতি ঘটনার মূল হোতা ডাকাত মোঃ শান্ত মন্ডল (২০), পিতা-মোঃ মতিয়ার মন্ডল, সাং-বশোয়া, থানা-খোকসা, জেলা-কুষ্টিয়া । জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে তার অন্যান্য সহযোগী দের সাথে নিয়ে উক্ত বিধান কুমার রায় এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটায়। ডাকাত শান্ত আরো জানায় উক্ত বিধান কুমার রায় এর বাড়িতে ডাকাতি ঘটনার আগে তিনদিন রাজমিস্ত্রির কাজ করে। তখন থেকেই শান্ত ও অন্যান্য ডাকাত সহ তার সহযোগীরা পরিকল্পনা করতে থাকে বিয়ের আগের দিন উক্ত বাড়িতে ডাকাতি করবে। সেই মোতাবেক ডাকাত শান্তসহ তার অন্যান্য সহযোগীদের নিয়ে এই ঘটনা ঘটায়। ডাকাত শান্ত তাকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে এবং ডাকাত শান্ত এর জবানবন্দী রেকর্ড করার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ডাকাত শান্ত ইতিপূর্বে খোকসা থানাধীন অসিত পাল এর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটিয়ে ছিল এবং সেই ঘটনার সম্পর্কেও আদালতে জবানবন্দী প্রদান করে ছিল। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মঈনুল ইসলাম বলেন তার বিরুদ্ধে আরো দুইটি ডাকাতি, দুইটি হত্যা মামলা ও একটি জেল পালাতক মামলা রয়েছে। অন্যান্য ডাকাত গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের অভিযান অব্যহৃত আছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..