মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন , ই-পেপার

কুষ্টিয়া জেলা পুলিশের উদ্যোগে অনলাইনেই করা যাবে সাধারণ ডায়েরি (জিডি),

জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

কুষ্টিয়া জেলা পুলিশের উদ্যোগে অনলাইনেই করা যাবে সাধারণ ডায়েরি (জিডি),

সাধারণ জনগণের সুবিধার্থে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মো:মিজানুর রহমান “অনলাইন জিডি” অ্যাপ ব্যবহারের মাধ্যমে ঘরে বসেই সাধারণ ডায়েরি (জিডি) করার সুযোগ চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে যে কেউ নিজের মোবাইল ফোন থেকেই হারানো বা পাওয়া, এমনকি অন্য যেকোনো বিষয় সংক্রান্ত জিডি সহজেই করতে পারবেন।

অ্যাপ রেজিস্ট্রেশনের নিয়মাবলি:

প্লে-স্টোর থেকে Online GD অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই রেজিস্ট্রেশন করা যাবে। প্রথমে ইউজারকে তার এনআইডি বা জন্মসনদের তথ্য, ছবি, মোবাইল নম্বর এবং স্বাক্ষর প্রদান করতে হবে। এরপর ইমেইল ও পাসওয়ার্ড সেট করার মাধ্যমে একটি OTP নম্বর মোবাইলে এসে পৌঁছাবে। OTP প্রদান করলেই সম্পন্ন হবে অ্যাপ রেজিস্ট্রেশন।

অনলাইন জিডি করার ধাপসমূহ:

১. অ্যাপে লগইন করে হারানো, পাওয়া বা অন্যান্য অপশনে ক্লিক করতে হবে।
২. এরপর প্রয়োজনীয় তথ্য, এনআইডি ও মোবাইল নম্বর প্রদান করতে হবে।
৩. নির্ধারিত ওটিপি নম্বর দিয়ে ভেরিফাই করার পর, ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করলেই জিডি জমা হয়ে যাবে।

এ বিষয়ে কুষ্টিয়া পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান জানিয়েছে, “সাধারণ মানুষ যাতে থানায় না যেয়ে নিরাপদে ও দ্রুত সময়ে জিডি করতে পারেন, সে জন্যই এই ডিজিটাল উদ্যোগ।

কুষ্টিয়া পুলিশ সুপার সকল নাগরিককে এই অ্যাপ ব্যবহারে উৎসাহিত করছে এবং জানিয়েছে যে, এটি জিডি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নাগরিকবান্ধব করবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..