শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করেছেন-স্নিগ্ধ লোহাগড়ায় তুচ্ছ ঘটনায় ভাইয়ের হাতে ভাই খু/ন হত্যা মামলা মাথায় নিয়ে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি :আবদুল হামিদ সশস্ত্র বাহিনীকে ভারতে পাল্টা হামলার অনুমতি দিলো পাকিস্তান প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবস উপলক্ষে গ্রীন ভয়েসের মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে আমরা আনন্দিত: জি এম কাদের পায়ে হেঁটে বাসায় ঢুকলেন খালেদা জিয়া আট বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অটোরিকশা চালক আটক নড়াইলে সেনাবাহিনীর অভিযানে শুটারগান দেশী অস্ত্র সহ আটক-৩

মোহনগঞ্জে সপ্তাহব্যাপী ভূমিসেবা কার্যক্রম উদ্বোধন

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা
  • আপলোডের সময় : রবিবার, ৪ মে, ২০২৫

নেত্রকোণার মোহনগঞ্জে নামজারি ও ভূমি উন্নয়ন কর আদায় বিষয়ক সপ্তাহব্যাপী এক ক্র্যাশ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।

সহকারি কমিশনার (ভুমি) মোহনগঞ্জ এর উদ্যোগে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে রবিবার (৪ মে) সকাল ১০টা থেকে এ কার্যক্রমের আনুষ্টানিভাবে উদ্বোধন করেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এম এ কাদের।

এ কার্যক্রমকে সফল করতে উপজেলার সাতটি ইউনিয়নের জনগণের ভুমি সংক্রান্ত সকল জটিলতা দ্রুততম সময়ের মধ্যে নিরসনে এখানে সাতটি অস্থায়ী ক্যাম্প চালু করা হয়েছে।

এ ভুমি সেবা কার্যক্রমের দায়িত্বে থাকা কর্মচারীরা হলেন, ভুমি কার্যালয়ের নাজির কাম ক্যাশিয়ার সজল সরকার, সায়রাত সহকারী মো.সাদ্দাম হোসেন, নামজারী, সহকারী জয় আচার্য।

এছাড়াও মোহনগঞ্জ পৌরসভা ও বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের অস্থায়ী ক্যাম্পের দায়িত্বে রয়েছেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো.আব্দুস সামাদ আকন্দ ও উপসহকারী কর্মকর্তা উজ্জ্বল দত্ত, বড়তলী-বানিয়াহারী ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো.খালেদ হোসেন, তেঁঁতুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গোলাম এরশাদুর রহমান, মাঘান-সিয়াধার ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো.সাদেকুর রহমান খান লাকি, সমাজ-সহিলদেও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোস্তফা রানা আহাম্মদ, সুয়াইর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. মাহবুব আলম, গাগলাজুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো.কায়সার আল য়্যরুফসহ আরো অনেকেই।

নামজারী খারিজের জন্য ভূমি অফিসে আসা বড়কাশিয়া গ্রামের শিল্পী আক্তার নামে এক নারী বলেন, গত ৭-৮ দিন আগে আমি একটি নামজারীর আবেদন করেছিলাম। আজ দ্রুত সময়ের মধ্যে সেটি সম্পন্ন করে আমার হাতে তুলে দেওয়ায় খুবই ভালো লাগছে।

উপজেলা বিএনপির আহবায়ক সেলিম কার্ণায়েন বলেন, আমাদের এ উপজেলাসহ সারাদেশেই জনগণের মধ্যে ভূমি সংক্রান্ত জটিলতার কারণেই এলাকাবাসীর মধ্যে বেশির ভাগ সমস্যার সৃষ্টি হয়। আর এসব সমস্যাগুলো আজকে যেভাবে দ্রুত সময়ের মধ্যে নিরসন করা হচ্ছে তা সারা বছর অব্যাহত রাখা হলে আমার বিশ্বাস, এলাকার শান্তি-শৃঙ্খলা অনেকটা লাঘব হয়ে আসবে।

এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এম এ কাদের বলেন, এ পর্যন্ত আমার কার্যালয়ে পৌরসভাসহ উপজেলার সাতটি ইউনিয়নের জনগণের প্রায় দুই শতাধিক নামজারী খারিজ নানা জটিলতার কারণে আটকা ছিল। তবে আজ থেকে সপ্তাহব্যাপী চলা এই ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে আমরা আজ প্রথম দিনই এসব ক’টি নিরসন করে দিয়েছি। এ ছাড়াও নতুন আরো প্রায় শতাধিক নামজারী খারিজেও আজকেই নিরসন করা হয়েছে। আশা করি সপ্তাহব্যাপী চলা আমাদের এ কার্যক্রমে এ উপজেলার জনগণ আশানুরূপ ভূমি সেবা পাবেন বলে আমার বিশ্বাস।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..