 
																
								
                                    
									
                                 
							
							 
                    নেত্রকোণার মোহনগঞ্জে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রমজান মিয়া (৫২) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের জয়পুর গ্রামে রাস্তায় পানি দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রমজান মিয়া উপজেলার জয়পুর গ্রামের মৃত জদু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের নির্মাণাধীন সড়কে পাহারাদার হিসেবে কাজ করতেন রমজান। বিকালে ডোবা থেকে ওই সড়কে পানি দেওয়ার চেষ্টা করছিলেন তিনি। ডোবায় বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হন রজমান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে ওসি আমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। গ্রামের লোকজন জানিয়েছেন-রমজান মিয়া সহজ সরল মানুষ। ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফনের জন্য আবেদন করেছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।