শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করেছেন-স্নিগ্ধ লোহাগড়ায় তুচ্ছ ঘটনায় ভাইয়ের হাতে ভাই খু/ন হত্যা মামলা মাথায় নিয়ে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি :আবদুল হামিদ সশস্ত্র বাহিনীকে ভারতে পাল্টা হামলার অনুমতি দিলো পাকিস্তান প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবস উপলক্ষে গ্রীন ভয়েসের মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে আমরা আনন্দিত: জি এম কাদের পায়ে হেঁটে বাসায় ঢুকলেন খালেদা জিয়া আট বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অটোরিকশা চালক আটক নড়াইলে সেনাবাহিনীর অভিযানে শুটারগান দেশী অস্ত্র সহ আটক-৩

হাতকড়া খুলে আদালত থেকে পালানো দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালানো দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি শহিদুল ইসলামকে (২২) নেত্রকোণার কলমাকান্দা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার গোয়াতলা এলাকায় অভিযান চালিয়ে শহিদুলকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪-এর একটি দল।

গ্রেপ্তার শহিদুল ইসলাম কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সেকেন্দার নগর গ্রামের মো. রোকন মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, ঢাকার কেরানীগঞ্জ থানায় করা দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম। গত ১৭ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য থাকায় এদিন সকালে ঢাকার জজকোর্ট হাজতখানা থেকে শহিদুলসহ অন্যান্য আসামিকে নিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ। ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের উত্তর পাশের সিঁড়ির নিচে আসার পর শহিদুল সুকৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান। এ ঘটনায় ঢাকা জেলা পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে সারা দেশে বেতার বার্তা পাঠানো হয়। বার্তা পেয়ে ময়মনসিংহ র‍্যাব-১৪ পলাতক শহিদুলকে গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। তথ্য-উপাত্ত সংগ্রহ করে নেত্রকোণার কলমাকান্দায় শহিদুলের অবস্থান নিশ্চিত করে র‍্যাব। পরে গতকাল রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব কর্মকর্তা সামসুজ্জামান জানান, গ্রেপ্তার শহিদুলকে ঢাকার (ডিএমপি) কোতোয়ালি থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..