বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে নড়াইলে কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার সাজানো নির্বাচন আয়োজনে কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দল অংশ নেবে না ডাকসু নির্বাচন হতে বাধা নেই, হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত লোহাগড়ায় অপারেশন থিয়েটারে রোগীর সাথে টিকটক, সোসাল মিডিয়ায় ভাইরাল, সিলগালা করলো স্বাস্থ্য বিভাগ নড়াইলে লাহুড়িয়া সুমন হত্যা মামলার আসামিকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পিবিআই তিন মাসের জন্য ফজলুর রহমানের পদ স্থগিত করলো বিএনপি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, ডাঃ রেজওয়ানা রশীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার বিএনপি নেতা ফজলুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে ৯৭ সংগঠনের যৌথ বিবৃতি

নেত্রকোণায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, রয়েছে ১৮ মামলা

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫

নেত্রকোণার মোহনগঞ্জে মাদক মামলায় ২০ মাসের সাজাপ্রাপ্ত আসামি সৈয়দ শফিকুল ইসলাম সৈকতকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আরও ১৮ টি মামলা রয়েছে। প্রতিবার গ্রেপ্তারের পর কারাগার থেকে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়েছে সৈকত।

সোমবার (১০ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে রোববার দিবাগত রাতে পৌরশহরের মাইলোড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সৈকত মোহনগঞ্জ পৌর শহরের মাইলোড়া গ্রামের মৃত সৈয়দ আলী আহমেদের ছেলে।

পুলিশ জানায়, মাদকের একটি মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা হয় সৈকতের। জরিমানা অনাদায়ে আরও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

এদিকে মাদকের অপর একটি মামলায় ৬ মাসেী সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে আরও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

পুলিশ আরও জানায়, সাজাপ্রাপ্ত সৈকত পলাতক ছিলেন। গোপন সংবাদে রোববার দিবাগত রাতে মাইলোড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি আমিনুল ইসলাম বলেন, সোমবার দুপুরে সৈকতকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদকের ১৮টি মামলা রয়েছে। বারবার জেল থেকে ছাড়া পেয়ে মাদকের ব্যবসায় জড়ায় সৈকত। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..