সোমবার, ১০ মার্চ ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার ২ নেত্রকোণায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, রয়েছে ১৮ মামলা ধর্মপাশায়, ২নং সেলবরষ ইউনিয়নের ৭১৭টি পরিবার ৫৪০ টাকা পাচ্ছে টিসিবির পণ্য রাঙ্গাবালীতে তিনটি গরুসহ চোর সদস্যের ২জন আটক ৫ দফা দাবি আদায়ে কুমিল্লায় চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ মাগুরায় শিশু ধর্ষণ: গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে নারায়ণগঞ্জ ধর্ষণবিরোধী মিছিল থেকে ফেরার পথে ছাত্রদল কর্মীকে হত্যা! পরীক্ষার ফি কমানোর দাবিতে বার কাউন্সিলে স্মারকলিপি প্রদান  দেশে ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান‘জিরো টলারেন্স স্বরাষ্ট্র উপদেষ্টা ৯০ দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন করতে হবে,আইন উপদেষ্টা

নেত্রকোণায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, রয়েছে ১৮ মামলা

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫

নেত্রকোণার মোহনগঞ্জে মাদক মামলায় ২০ মাসের সাজাপ্রাপ্ত আসামি সৈয়দ শফিকুল ইসলাম সৈকতকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আরও ১৮ টি মামলা রয়েছে। প্রতিবার গ্রেপ্তারের পর কারাগার থেকে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়েছে সৈকত।

সোমবার (১০ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে রোববার দিবাগত রাতে পৌরশহরের মাইলোড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সৈকত মোহনগঞ্জ পৌর শহরের মাইলোড়া গ্রামের মৃত সৈয়দ আলী আহমেদের ছেলে।

পুলিশ জানায়, মাদকের একটি মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা হয় সৈকতের। জরিমানা অনাদায়ে আরও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

এদিকে মাদকের অপর একটি মামলায় ৬ মাসেী সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে আরও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

পুলিশ আরও জানায়, সাজাপ্রাপ্ত সৈকত পলাতক ছিলেন। গোপন সংবাদে রোববার দিবাগত রাতে মাইলোড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি আমিনুল ইসলাম বলেন, সোমবার দুপুরে সৈকতকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদকের ১৮টি মামলা রয়েছে। বারবার জেল থেকে ছাড়া পেয়ে মাদকের ব্যবসায় জড়ায় সৈকত। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..