নেত্রকোণার মোহনগঞ্জে ওরশ-যাত্রাপালার নামে মদ-গাঁজার আসর ও সকল অসামাজিক -অনৈসলামিক কার্যকলাপ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে পৌর শহরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
পরে সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা নুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, মুফতি মাজহারুল হক কাসেমী, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের আহ্বায়ক মাওলানা মাসুম আহমাদ প্রমুখ। এছাড়া এতে শতাধিক ধর্মপ্রাণ মানুষ অংশ নেয়।
বক্তারা এই উপজেলায় ওরশ-যাত্রাপালার নামে মদ-গাঁজার আসর ও সকল অসামাজিক -অনৈসলামিক কার্যকলাপ বন্ধ করার দাবি জানান। এসব বন্ধে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এই ক্যাটাগরীর আরো খবর..