সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় আমাদা কলেজে ষষ্ঠবার্ষিকী পিঠাউৎসব অনুষ্ঠিত নেত্রকোণায় বাল্য বিয়ে বন্ধ করেন ইউএনও বিজয় রাকিন সিটির দুর্নীতির প্রতিবাদে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির মানববন্ধন সুবর্ণচর উপজেলার ভূঞারহাটে ১৮ দোকান আগুনে পুড়ে পায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। বিয়ের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সিইউএফ স্কুল এন্ড কলেজে তারুণ্যের উৎসব উদযাপন। কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ঘোষণাপত্র নিয়ে বৈঠকে যাচ্ছে না বিএনপি ওবায়দুল কাদেরের পালিত পুত্র আসাদুজ্জামান গ্রেপ্তার আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ

নেত্রকোণায় বাল্য বিয়ে বন্ধ করেন ইউএনও

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় ১৭ বছর এক মাস বয়সী কিশোরীকে বিয়ে দেওয়ার চেষ্টা করে পরিবার। খবর পেয়ে ওই বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফেঁচিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর।
জানা যায়, বিয়ের সব আয়োজনই ছিল সেখানে। কনের বাড়িতে বরযাত্রীও চলে এসেছিল। অপেক্ষা শুধু কাজি আসার। তবে এরই মধ্যে বাল্য বিবাহের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর। পরে তিনি বাল্য বিবাহের সত্যতা পেয়ে বিয়ে বন্ধ করে দেন এবং ওই কিশোরীর প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার নিষেধাজ্ঞা দেন পরিবারকে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর জানান, ন্যাশনাল হেল্পলাইন থেকে বাল্যবিবাহের বিষয়টির তথ্য পেয়ে তাৎক্ষনিক ওই এলাকায় গিয়ে বিয়ে বন্ধ করে দেই। প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার বিষয়ে আইনি নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপরও যদি বিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে জেল বা যেকোনো আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বাল্যবিবাহ রোধে আমরা কঠোর অবস্থানে আছি। কোথাও বাল্য বিবাহের ঘটনা ঘটলে প্রশাসনকে জানানোর আহবান করেন তিনি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..