নেত্রকোণা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মো. আজাহারুল হক ওরফে তুহিনকে গ্রেফতার করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে তাকে নিজ ইউপি’র বিরামপুর এলাকায় থেকে গ্রেফতার করা হয়।
চেয়ারম্যান মো. আজাহারুল হক ওরফে তুহিন চকপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদ আহমেদের ছেলে। আওমীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ও নিজ ইউনিয়নে একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তিনি।
এর আগে তুহিন চেয়ারম্যান একটি মামলায় আগাম জামিন নিয়ে এলাকায় অবস্থান করছিলেন। বিশেষ ক্ষমতা আইনের আরেকটি মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে গত ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে পলাতক ছিলেন তুহিন চেয়ারম্যান।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, গত বছরের ৩ সেপ্টেম্বর (মামলা নং-০৫) ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তুহিন চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। সাতদিনের রিমান্ড আবেদনসহ আজ (বুধবার) দুপুরের দিকে জেলা আদালতে তাকে সোপর্দ করা হয়েছে।