মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কুড়িগ্রাম-১ আসনে জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলামের মনোনয়ন পত্র দাখিল। এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, করবেন না নির্বাচন নরসিংদী – ২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ড. আব্দুল মঈন খান । গাজীপুর-৫ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নরসিংদীতে ব্যবসায়ীদের উদ্যোগে খাসি পুরস্কারের ফুটবল ম্যাচ বোরহানউদ্দিনে ট্রাক–সিএনজি সংঘর্ষে নারীসহ ৩ জন নি’হত, আ’হত ৪ টাঙ্গাইলের মির্জাপুরে এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী এ্যাড. ফরিদুজ্জামান ফরহাদকে ফুলেল শুভেচ্ছায় বরণ খোকসায় অবৈধভাবে সার মজুদের দায়ে এক লাখ টাকা জরিমানা ১৩৫০ বস্তা জব্দ।

রেলের টিকিট কালোবাজারির দায়ে-৩ ব্যক্তিকে অর্থদন্ডসহ কারাদন্ড

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
নেত্রকোণার মোহনগঞ্জে রেল স্টেশনে টিকিট কলোবাজারির সময় হাতে নাতেনাতে তিন ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। আটক তিন জনকে অর্থদন্ডসহ ১০ দিন করে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- নেত্রকোণা মোহনগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড টেংগাপাড়া গ্রামের গোলাম রব্বানী’র ছেলে মো. খসরু (২৫) ও একই ‍গ্রামের মৃত মুসলিম উদ্দিনে’র ছেলে ফুল মিয়া (৪৫)। আরেকজন জামালপুরের মেলান্দহ উপজেলার পাঁচপয়লা গ্রামের মো. আসাদুল্লাহ’র ছেলে আবু সাইম (২৫)। এদের মধ্যে খসরু ও সাইমেকে পাঁচশো টাকা এবং ফুল মিয়াকে নয়শো টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আনুমানিক রাত ৭টার দিকে নেত্রকোণায় দায়িত্বরত সেনা ক্যাম্প থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মোহনগঞ্জ আর্মি ক্যাম্প হতে লেফটেন্যান্ট মো. মাহমুদুল হাসান মেহেদী’র নেতৃত্বে মোহনগঞ্জ রেলস্টেশনে অভিযানের মাধ্যমে টিকেট কালোবাজারি খসরু, সাইম ও ফুল মিয়া নামে তিন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় সেনাবাহিনীর একটি টহল দল তৎক্ষণাৎ মোহনগঞ্জে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম এ কাদের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে অর্থদন্ডসহ কারাদন্ড প্রদান করেন। একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে সাজাপ্রাপ্ত তিনজনকে মোহনগঞ্জ থানা পুলিশেরে কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ হেফাজতে থাকার সত্যতা নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ‍ইসলাম (পিপিএম) জানান, সাজাপ্রাপ্ত তিন আসামিকে আগামীকাল (১০ জানুয়ারি) শুক্রবার
সকালের দিকে রেল পুলিশের সহায়তায় জেলা কারাগার কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..