সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
মারা গেলেন রূপালী পর্দার নবাব খ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র সীমান্তে মালিকবিহীন ৯৬৩ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ নড়াইলে কিশোর ভ্যানচালককে শ্বাসরোধ করে হত্যা, অভিযুক্তসহ ৪ জন আটক ইজতেমা মাঠে ৩ খুনের মামলায় সাদপন্থী নেতা শফিউল্লাহ গ্রেপ্তার লক্ষীপুর জেলার রায়পুর থানার ৬ নং কেরোয়া ইউপি সদস্য আরিফ হোসেনের হত্যা রহস্য উদঘাটন সহ ৪ আসামী  পি বি আই কর্তৃক গ্রেফতার নেত্রকোণায় ছাত্রলীগের ঝটিকা মিছিল,গ্রেফতার-৬ মোহনগঞ্জ প্রেস ক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা যথাযথ মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ : জামায়াত আমির প্রেসক্লাবের নির্বাচনে খোকন সভাপতি,মাসুম সম্পাদক

নেত্রকোণায় ছাত্রলীগের ঝটিকা মিছিল,গ্রেফতার-৬

নেত্রকোনা প্রতিনিধ
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

 

নেত্রকোণায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ছাত্রলী‌গের ছয় জন নেতাকর্মী‌কে গ্রেফতার করেছ‌ে নেত্র‌কোণা ম‌ডেল থানা পু‌লিশ।

ছাত্রলীগ সংগঠ‌নের গ্রেফতারকৃতরা নেতাকর্মীরা হলেন- নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও নাগড়া (বাড়ইপাড়া) এলাক‌ার বাবুল সরকা‌রের ছে‌লে চিন্ময় সরকার(২৭)। জেলা ছাত্রলীগের সহ-ক্রীড়া সম্পাদক ও বড় বাজারের সজল সরকা‌রের ছে‌লে সন্দীপ সরকার (২৫)। নেত্রকোণা পৌর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং বড়বাজা‌রের দুর্গাচরন সাহার ছে‌লে জয় সাহা (২৫)। জেলা ছাত্রলীগের সদস্য ও বড়বাজা‌রের মৃত রাখাল চন্দ্র বণিকের ছে‌লে সিন্ধ বণিক বিশাল (২৫)। নেত্রকোণা পৌর ছাত্রলীগের সদস্য ও বড়বাজা‌রের কৃষ্ণ রায়ের ছে‌লে রাহুল রায় (২৪) এবং জেলা ছাত্রলীগের সাবেক সদস‌্য ও বারহাট্টার নৈহাট‌ি গ্রা‌মের আজিজুল হকের ছে‌লে লোকমান হোসেন (২৮)।

গ্রেফতা‌রের সত‌্যতা নি‌শ্চিত ক‌রে নেত্রকোণা ম‌ডেল থানা ও‌সি কাজী শাহ‌নেওয়াজ বলেন, শুক্রবার (৩রা ডিসেম্বর) আনুমা‌নিক ভোর সোয়া ৬টার দিকে নেত্রকোণা পৌরসভাধীন বড় মসজিদ রোড হতে নেত্রকোণা জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কৌশিক রায় এবং সুচন মিয়াদ্বয়ের নেতৃত্বে ২০/২৫ জন‌ের একটি ঝটিকা মিছিল বের করে। মি‌ছিল‌টি তেরী বাজার প্রধান সড়ক হয়ে শহীদ মিনারের দিকে যাওয়ার সময় নেত্রকোণা  মডেল থানার টহল পুলিশ সংবাদ পেয়ে তৎক্ষণাত ঘটনাস্থলে পৌছায়। পুলিশের উপ‌স্থি‌তি‌ দ‌েখে ছাত্র সংগঠনের সদস্যরা ছত্রভঙ্গ হয়ে দৌঁড়ে বিভিন্ন দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে ভিডিও ফুটেজ পর্যালোচনা ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করে এবং মিছিলে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী ছাত্র সংগঠনের ছয় সদস্যকে গ্রেফতার কর‌তে সক্ষম হয় পু‌লিশ।

বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, নৈরাজ্য সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মাধ‌্যমে জনসাধারণকে আতংকিত করার লক্ষে মিছিল করার কারণে আটককৃত আসামীসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান ও‌সি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..