বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন লোহাগড়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত মদনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভোলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আমরা প্রতিকার চাই, কালীগঞ্জে ফজলুল হক মিলন খুলনা-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ডাক পেলেন রুবায়েদ ও লবী‌। মির্জাপুরে গোলাপী বেগম নামে এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল হামলা নেত্রকোণায় ‘সরকারি অ্যাম্বুলেন্স সেবা’ মিলছে না নড়াইলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এইচ এম রাশেদ এর নেতৃত্বে গণমিছিল ও লিফলেট বিতরণ

দুর্নী‌তির দায়ে নগদ অর্থসহ ৩ জনকে আটক করেছে সেনাবা‌হিনী

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
নেত্রকোণায় ওজন স্কেল টোল প্লাজায় দুর্নী‌তির দায়ে নগদ অর্থ ও গাঁজাসহ তিনজনক‌ে আটক করে‌ছে সেনাবা‌হিনী।
এ অ‌ভিযা‌নে ছয়‌টি মোব‌াইল ফোন, এক‌টি ল‌্যাপটপ, নগদ ৬৫ হাজার ৬৫ টাকা, চার গ্রাম গাঁজা ও এক‌টি গা‌ড়ি (ঢাকা মেট্রো ঘ- ২১৭৩৯৯) জব্দের পরে পূর্বধলা থানা পু‌লি‌শের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটকৃতরা হ‌লেন- ঢাকা খিলগাঁও ১৬ রোড ৯/ক এর
আব্দুর রশিদ বেপারীর ছে‌লে মো. আলমগীর কবির। ঢাকার রামপুরা বনশ্রীর ব্লক-ডি, রোড-৪ এর নুর মোহাম্মদের ছে‌লে মো. তানভীর হোসেন এবং রাজধানীর বউব‌াজার এলাকার ৪নং রোডের নূর মোহাম্মদের ছেলে মো. আনোয়ার হোসেন।
বৃহস্প‌তিবার (২১ অ‌ক্টোবর) সকালের দি‌কে এসব তথ‌্য ‌নি‌শ্চিত ক‌রেন দুর্গাপুর সেনা ক‌্যা‌ম্পের কমান্ডার ক্যাপ্টেন সাজিদ বিন রওশন।
তিনি জানান, গোপন সংবাদের ভি‌ত্তিতে জানা যায় টোল প্লাজার লোকজন অতিরিক্ত বালু‌ বোঝাই প্র‌তি ট্রাক হতে এক হাজার ছয়‌শো টাকা করে চাঁদা তোলে। এ ত‌থ্যের ভি‌ত্তিতে গত বুধবার দিনগত রাত আনুমা‌নিক ১১টার দ‌ি‌কে তার ন‌েতৃত্বে সেনাবা‌হিনীর এক‌টি টহল দল শ‌্যামগঞ্জ-‌বি‌রি‌শি‌রি মহাসড়কে জা‌রিয়া এলাকায় ওজন স্কেল টোল প্লাজায় অ‌ভিযান প‌রিচালনা করা হয়। টোল প্লাজা কার্যালয়ে তল্লা‌শি ক‌রে নগদ ৬৫ হাজার পয়ষ‌ট্টি টাকা, গাঁজা, মোবাইল ফোন, গা‌ড়ি জব্দ করা হয়।
তি‌নি আরও জানান, বৃহস্প‌তিবার রাত আনুমা‌নিক পৌনে ২টার দি‌কে ওই কার্যালয় থেকে তিনজনকে আটক করতে সক্ষম এবং এক ঘন্টা পরে আটক তিনজনকে পরবর্তী আইনানুগ ব‌্যবস্থা গ্রহণের জন‌্য পূর্বধলা থানা পু‌লি‌শের কাছে হস্তান্তর ক‌রা হয়েছে।
হস্তান্তরের সত‌্যতা নি‌শ্চিত করে পূর্বধলা থানার ও‌সি মো. রিয়াদ মাহমুদ ব‌লেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু প্র‌ক্রিয়া সম্পন্ন শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..