বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলে অতিরিক্ত মদ্যপানে স্কুল ছাত্রীর মৃ’ত্যু হাসপাতালে ভর্তি ১ দুই জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে মৃত্যুর সনদ পত্র দিয়েছে ইউপি চেয়ারম্যান ভালুকায় পৌর বিএনপির দোয়া মাহফিল বাগেরহাট জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে “জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক যুবলীগ নেতা সাইফুল সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ। নরসিংদী সাবেক এমপি মো. সিরাজুল ইসলাম মোল্লা গ্রেপ্তার রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার হয়েছেন সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল মতিন গ্রেপ্তার নড়াইলে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
 নেত্রকোণায় যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী কনক মল্লিককে (২৫) আটক করেছে সেনাবাহিনী। তিনি জেলার কলমাকান্দা বিশাদা গ্রামের অনিল মল্লিকের ছেলে। তার কাছ থেকে উদ্ধার করা মাদকের আনুমানিক বাজার মূল্য নব্বই হাজার টাকা।
আটককৃত ব্যক্তির হেফাজতে থাকা তিনশো পিস টেপেন্টাডল ট্যাবলেট (ইয়াবার বিকল্প) এবং দেশী অস্ত্র (চাপাতি, বক্সার, বাইনো, কুড়াল, দা প্রভৃতি) উদ্ধার করা হয়।
বুধবার (১৩ নভেম্বর) রাত আড়াইটার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন মেজর নাজমুজ সাকিব। তিনি ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানি কমান্ডার ও কলমাকান্দা সেনা ক্যাম্পের দায়িত্বরত সেনা কর্মকর্তা।
এরআগে মঙ্গলবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে কনককে কলমাকান্দা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডভুক্ত পশ্চিম বাজার এলাকা থেকে আটক করা হয়।
মেজর নাজমুজ সাকিব জানান, তার নেতৃত্বে নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অদিদপ্তর ও সেনা সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে কলমাকান্দার কুখ্যাত মাদক ব্যবসায়ী কনক মল্লিককে আটক করতে সক্ষম হয় সেনাবাহিনী।
তিনি আরও জানান, আটককৃত ব্যক্তির কাছ থেকে ইয়াবার বিকল্প মাদক টেপেন্টাডল ট্যাবলট ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মাদক ব্যবসায়ী কনকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..