শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কৃষক বাঁচলে, দেশ বাঁচবে: মাফরুজা সুলতানা লোহাগড়ায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত বাগেরহাট জেলা প্রশাসক বরাবর জাতীয় নাগরিক কমিটি শরণখোলার ১৩ দফা দাবি সংবলিত স্বারকলিপি মাদারগঞ্জে সাবেক কাউন্সিলর নজরুল ইসলামসহ ৪ জন আটক। মাদক থেকে যুবকদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই-মাফরুজা সোলতানা ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে রেলপথ অবরোধ ও মানববন্ধন নড়াইলে ক্রিকেট তারকা মাশরাফী ও তার পিতাসহ ২৯৫ জনের নামে আবারও মামলা, গ্রেফতার দুই নগরবাসীকে নিরাপদ রাখা হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মূল দায়িত্ব: ’মিট দ্যা প্রেস’ এ ডিএমপি কমিশনার ভালুকায় আন্তর্জাতিক দুর্নীতি দিবস ২০২৪। অর্থনৈতিক শুমারী প্রশিক্ষণ অনুষ্ঠিত সুবর্ণচরে।

মোহনগঞ্জে আওয়ামী লীগের নেতা গ্রেফতার-২

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
নেত্রকোণার মোহনগঞ্জে বিএনপি নেতার বাসায় হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ নভেম্বর) রাতে পৃথক অভিযানে পৌরশহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
মোহনগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, পৌরশহরের দক্ষিণ দৌলতপুর এলাকার প্রণয় দত্ত (৫৮) ও একই এলাকার মঞ্জরুল হক (৪৫)।
এদের মধ্যে প্রণয় দত্ত পৌরশহরের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং মঞ্জুরুল হক সাবেক যুবলীগ নেতা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে যে গত ১৮ জুলাই পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের টেংগাপাড়া এলাকার বাসায় হামলা চালায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় রামদাসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ঘরের ব্যাপক ক্ষতিসাধন করে এবং লুটপাট চালায় হামলাকারীরা। এরপর শেখ হাসিনার সরকার পতনের পর ২৮ সেপ্টেম্বর থানায় মামলা করেন ওই বিএনপি নেতা। এতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ৩০ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ওই মামলায় এর আগেও বেশ কয়েকজন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, রবিবার দুপুরে গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..