মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ

নেত্রকোণায় ভারতীয় ২৭৪বস্তা চিনি জব্দ 

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
 নেত্রকোণা’র কলমাকান্দায় চোরাচালানের মাধ্যমে আনা ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে যৌথ বাহিনী। তবে এ ঘটনায় কেউ আটক করা যায়নি।
সোমবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলা সদরের এতিমখানা রোড নামক এলাকায় একটি গুদাম থেকে এসব চিনি জব্দ করা হয়।
মঙ্গলবার দুপুরে কলমাকান্দা থানার ওসি মো. ফিরোজএ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাকারবারিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক, চিনি ও নানা ধরনের প্রসাধনী সামগ্রী নিয়ে আসছে। গোপন সংবাদে সোমবার দিবাগত রাতে রফিক মিয়া নামে এক চোরাকারবারি গুদামঘরে অভিযান চালায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী। অভিযানে গুদাম ঘর থেকে চোরাচালানের ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এ সময় অভিযান টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত ভারতীয় চিনির আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা বলে জানা গেছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. ফিরোজ বলেন,  এ ঘটনায় মামলা করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..