সোমবার, ১৬ জুন ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় গরীব বর্গাচাষীর স্বপ্ন ভেঙে দিল দূর্বৃত্তরা নড়াইলে মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে প্রাণ গেল যুবকের লোহাগড়ায় গান শোনার জন্য মোবাইল ফোন না দেওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা মধ্যনগরে চোরাপথে ভারতীয় পণ্যের ঢল: সরকারের শুল্ক হারাচ্ছে,কোটি কোটি টাকা। ড.ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক। অনুষ্ঠানে বিশাল শোডাউন :নাসির আহমেদ শাহীন এর নেতৃত্বে লন্ডনে তারেক রহমান ওড. ইউনুসের দেড় ঘণ্টার বৈঠক: নির্বাচনী কৌশল ও আন্তর্জাতিক সমর্থন নিয়ে আলোচনা দ্বিগুণের বেশি ভাড়া আদায়, দুই সিএনজি চালকের জেল-জরিমানা গলাচিপায় বিএনপি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশত: ১৪৪ ধারা জারি পটুয়াখালীর মহিপুরে ৩ টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। সিলেটের ফেঞ্চুগঞ্জে জায়গা জমি বিরোধের জের ধরে হামলায় এক মহিলা আহত

খুলনার রূপসায় সালাম জুট মিলে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬ টি ইউনিট ,

আবু বকার সিদ্দীক হিরা।
  • আপলোডের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
খুলনার রূপসার নৈহাটি ইউনিয়নের জাবুসা এলাকার সালাম জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ এপ্রিল) বিকেলে রূপসার জাবুসা এলাকার সালাম জুট মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে।
খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মো. আব্দুল কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেল ৫টা ৩৮ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও ৪টি ইউনিট যুক্ত হয়। আগুন নিয়ন্ত্রণে মোট ১৬টি ইউনিট কাজ করছে। আমরা এখানে স্থানীয় শ্রমিকদের সঙ্গে কথা বলে জানতে পারি আগামীকাল তাদের বেতন ও বোনাস দেওয়ার কথা ছিল। এখন তারা বেতন ও বোনাস পাবে কিনা এই নিয়ে   তারা সংশয় রয়েছে। স্থানীয় সূত্রে আরও জানা যায় যে টাইমে  আগুন লেগেছে ওই টাইমে শ্রমিকরা আসরের নামাজ ও ইফতারের কাজে ব্যস্ত ছিল।  এখনো পর্যন্ত আমরা কোন শ্রমিকদের বড় ধরনের ক্ষতি হয়েছে এমন কোন তথ্য পাওয়া যায়নি এবং ও শ্রমিকরা সবাই খুব টেনশনের ভিতর দিয়ে জীবনযাপন করতেছে বলে  খবর পাই ।আগুন নিয়ন্ত্রণে কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। এবং পুলিশের নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে  চালিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত কোনো নিয়ন্ত্রণ আনতে পারে নাই ‌।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..