সোমবার, ০৬ মে ২০২৪, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
লোহাগড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মুন্সী নজরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত  মিল্টন ব্লেড-ছুরি দিয়ে নিজেই অপারেশন করতেন, তথ্য জানালো ডিবি মধুখালিতে দুই ভাইকে পিটিয়ে হত্যা বিএনপির দন্তত কমিটির বিচার দাবি লোহাগড়া উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ  লোহাগড়ায় বিএনপির উদ্যোগে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি- স্যালাইন ও বিস্কুট বিতরণ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি শিক্ষার্থীবান্ধব হবে কবে? ঈদগাঁও উপজেলার নির্বাচনে সুবিধাজনক স্থানে আবু তালেব, লড়ে যাবেন সেলিম আকবর এবং শামশু। আমরা চাই নির্বাচনে সবাই অংশগ্রহন করুক, যত বেশী অংশ গ্রহন করবে ততবেশী প্রতিযোগিতা পূর্ণ হবে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রথম নারী মহাপরিচালক হলেন শিরীন পারভীন সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত

পাইকগাছায় ইউনিসেফ ও জিওবি’র সহায়তায় ১ হাজার তিন’শত পরিবার পেতে যাচ্ছে সুপেয় পানি

এম জালাল উদ্দীন। পাইকগাছা প্রতিনিধি। 
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

দক্ষিণ অঞ্চলের মানুষের সুপেয় পানির অভাব পূরণের লক্ষ্যে খুলনা জেলার পাইকগাছা উপজেলাধীন ৬নং লস্কর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ৮৪০ এবং ৯নং ওয়ার্ডের ৪৬০ পরিবারের মধ্যে জিওবি ও ইউনিসেফের উদ্যোগে আজ যৌথ সমীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জানাগেছে, খুলনা জেলার মধ্যে শুধুমাত্র পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নে জিওবি ও ইউনিসেফের যৌথ উদ্যোগে পুকুরের পানি পরিশোধন করে পাইপলাইনের মাধ্যমে পরিবারগুলোর মধ্যে পানি সরবরাহ করার প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে । যার মাধ্যমে সর্বোচ্চ ১০কিঃ মিঃ পর্যন্ত পানি সরবরাহ করা সম্ভব হবে । ইউনিয়নবাসীর সুপেয় পানির অভাব পুরনের লক্ষ্যে ৬নং লস্কর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন) দীর্ঘদিন ধরে বিভিন্ন ফোরামে বক্তৃতার মাধ্যমে বিষয়টি তুলে ধরেছেন এবং সংশ্লিষ্ট দপ্তরে বারবার যোগাযোগ রক্ষা করে চলেছেন। যার ফলশ্রুতিতে বৃহৎ এ প্রকল্প বাস্তবায়নের জন্য সমীক্ষা অনুষ্ঠিত হলো। আজ ৩০শে মার্চ রোজ বৃহস্পতিবার দিনব্যপী সমীক্ষা পরিচালনা করেন ইউনিসের কনসালটেন্ট ড. শামীম উদ্দিন ও জিওবি (গভর্নমেন্ট অব বাংলাদেশ) এর Ensolve মোঃ হাফিজুর রহমান। এসময়ে লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিন তাদের সাথে উপস্থিত থেকে সার্বিক সহায়তা করেন।পাশাপাশি লস্কর ইউনিয়নে উন্নত প্রযুক্তির মাধ্যমে পানি সরবরাহের এধরনের বৃহৎ প্রকল্প হাতে নেওয়ায় চেয়ারম্যান তুহিন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন এবং যৌথ সমীক্ষা শেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন প্রকল্পটি বাস্তবায়ন হলে এ অঞ্চলের মানুষের তীব্র পানীয় জলের সংকট অনেকটাই দূরীভূত হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..