নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ৩নং ও ৪ নং ইউনিয়নের ৭০১ জন সহায়সম্বলহীনদের মাঝে নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোট ৬২ লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়। ৩০ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় ৪ নং মাঘান সিয়াদার ইউনিয়ন এবং বেলা ১টায় ৩নং তেতুলিয়া ইউনিয়নে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) এর আয়োজনে সহায়-সম্বলহীনদের মাঝে এককালীন আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব, বাংলাদেশ বিমান পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদুল হাসান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল। হাওর জনপদের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেন শেখ হাসিনা। সারাদেশে উন্নয়নের অগ্রযাত্রায় আমাদের নেত্রকোনাও পিছিয়ে নেই।
কর্মকর্তা সাব্বির আহমেদ আকুঞ্জি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহনগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু দিলিপ দত্ত, ১নং ইউনিয়নের চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী, ৪নং ইউনিয়নের
চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, জেলা পরিষদের সদস্য সোহেল মিয়া, আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক রেজওয়ানা আলী খান আর্নিক, এসডিএফ ডিপুটি ম্যানেজার মাসুদ পারভেজ, স্পেশালিস্ট,এএমটি
নূরুল হুদা চৌধুরী, আঞ্চলিক পরিচালক, মো: আবুল হোসেন, জেলা ব্যবস্থাপক মোশাররফ হোসেন সহ আরো অনেকেই বক্তব্য রাখেন। মোহনগঞ্জ উপজেলার ২টি ইউনিয়নের ৭০১ জন সহায়সম্বলহীনদের মাঝে নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোট ৬২ লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়। প্রকল্পভুক্ত অতিদরিদ্র সদস্যদের মাঝে এককালীন নয় হাজার টাকা হারে আর্থিক অনুদান প্রদান করা হয়। এই নগদ অর্থ পেয়ে উপকার ভোগীরা অনেক খুশি।
এই ক্যাটাগরীর আরো খবর..