শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীর শিবপুরে ১২ বছরের ছাত্রীকে ধর্ষণকারীকে আসামি গ্রেফতার করেছেন র‍্যাব আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৫ গ্যাস সংকটে বন্ধ হয়ে গেল সিইউএফএল পিরোজপুর ঘুমের ঔষধ খাইয়ে পুত্রবধুকে ধর্ষণ করল শ্বশুর লোহাগড়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি ও শিক্ষা উপকরণ বিতরন এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ কলেজ ছাত্রীকে ধর্ষণ করে হত্যা,দেখে ফেলায়,নানা-নানী জনকে কুপিয়ে জখম বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসনের সাবেক এমপি মোরশেদ আলমকে গ্রেপ্তার রায়পরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে নিহতের জেরে বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ লোহাগড়ায় নাশকতার মামলার আসামি আওয়ামীলীগের সেক্রেটারি খোকন চৌধুরী গ্রেফতার

তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ সুফল ভোগ করছে, গোলাপগঞ্জের ফুলবাড়ীতে এমপি নাহিদ।

সিলেট জেলা প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
বাংলাদেশ তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে। সর্ব ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ এর সুফল ভোগ করছে। পুরাতন আমলের পদ্ধতির পরিবর্তে ডিজিটাল পদ্ধতি আমাদের জীবন যাত্রায় নব দিগন্তের সূচনা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। বাংলাদেশের উন্নয়ন ও অভাবনীয় সফলতা বিশ্বের অনেক দেশে উদাহরণ হিসেবে কাজ করছে। আমরা খাদ্যে অনেকটা স্বয়ংসম্পূর্ণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিত হওয়ায় এদেশের কোন মানুষ না খেয়ে থাকতে হয়নি। শিক্ষা, স্বাস্থ্য, যোগযোগ সহ সর্বক্ষেত্রে বাংলাদেশ অভাবনীয় সফলতা অর্জন করায় বিরোধীরা তা সহ্য করতে পারছে না। কোন ষড়যন্ত্র আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। সারা দুনিয়া ব্যাপী অর্থনৈতিক সংকটের কারণে এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশের মানুষ তেমন দূর্ভোগের কবলে পড়তে হয়নি। দেশের অগ্রগতি ও সফলতার ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামীতেও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন। গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের ব্যাপক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, জীবন যাত্রার মান উন্নয়ন, আইনের সুশাসন প্রতিষ্ঠা ইত্যাদি এবং আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগনের সঙ্গে মতবিনিময় কালে এমপি নাহিদ উপরোক্ত কথাগুলো বলেন।
সোমবার বিকেল ৩ টায় ফুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হানিফ খানের সভাপতিত্বে ও ইউপি সদস্য কবির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের অন্যতম নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর কথর, উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ নুরুল হক, ইউপি সদস্য আজমল হোসেন মনি, মহিলা ইউপি সদস্যা সুমি বেগম প্রমুখ। এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..