রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় ভোক্তা-অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠান কে জরিমানা  সাতক্ষীরার তালায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত আহত ১১   বাগেরহাটের রামপালে লায়ন ড.শেখ ফরিদুল ইসলামের উদ্যোগে চোখের ছানি অপারেশন ও লেন্স সংযোজন ৫০০ রোগী বাছাই লোহাগড়ায় চেয়ারম্যান প্রার্থী কে এম ফয়জুল হক রোমের নির্বাচনী অফিস ভাংচুর ও পোষ্টার ছিঁড়ে ফেলার অভিযোগ  নড়াইলে চিত্রা নদী থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বাগেরহাট জেলার ফকিরহাটে দাঁড়িয়ে থাকা পিকাপ ভ্যান এর পেছনে ট্রাকের ধাক্কায় নি*হত ১ জোবিঅ সোনারগাঁও এর উদ্যোগে অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ কাজ চলমান । বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে মোংলা থানার ওসি (তদন্ত) ক্লোজড বাগেরহাটের রামপাল থানা পুলিশের বিশেষ অভিযানে আলী সরদার নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার লোহাগড়ায় বিয়ের ৫ মাস না পেরোতেই দূর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন

লোহাগড়া পৌরসভা নির্বাচন, লড়াই হবে আওয়ামিলীগ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে।

শরিফুজ্জামান, নড়াইল
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

নড়াইলের লোহাগড়া পৌরসভা নির্বাচনে মুল লড়াই হবে আওয়ামিলীগ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। এবারের নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, লোহাগড়া উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমান (নৌকা), লোহাগড়া উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতি বর্তমান মেয়র আশরাফুল আলম স্বতন্ত্র প্রার্থী (জগ), বাংলাদেশের ওয়াকার্স পার্টির মোঃ মঈনুল হাসান কাজল (হাতুড়ি কাস্তে) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ জিয়াউল ইসলাম জিয়া (হাতপাখা)। তবে ভোটাররা বলছেন গত নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী লিপি খানমকে বিপুল ভোটের ব্যাবধানে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম বিজয় লাভ করেছিল। এবারও এই পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী জীতবে। গত নির্বাচনে নতুন মুখকে নৌকা প্রতিক দেওয়ার কারনে লোহাগড়া আওয়ামিলীগ ও ভোটাররা নৌকার প্রার্থীকে ভালোভাবে গ্রহণ করেনি বলে নৌকার ভরাডুবি হয়েছিলো। ঠিক তেমনি নৌকার প্রার্থী সিলেকশনে দল আবারও ভুল করেছে যার ফলে এবারও নৌকার ভরাডুবি হবে বলে জানিয়েছেন বেশ কয়েকজন আওয়ামী সমর্থীত ভোটার। এছাড়া এ নির্বাচনে বিএনপি, জামাত-ই-ইসলাম বাংলাদেশ সহ অন্য কোনো রাজনৈতিক দল অংশ না নেওয়ায় লোহাগড়া বিএনপি, জামাতসহ সমমনার রাজনৈতিক দলের ভোটও পড়বে স্বতন্ত্র প্রার্থীর বাক্সে এমনটাই বলছে বিএনপির কয়েকজন শীর্ষ নেতা। সমিকরন মিলিয়ে দেখা যায় আরারও স্বতন্ত্র প্রার্থী বিজয় লাভ করবে লোহাগড়া পৌর নির্বাচনে। এবারের নির্বাচনে আওয়ামিলীগ থেকে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। বাকি ৮ জন দলীয় সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করে নেন। আগামী ২ নভেম্বর এ পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..