সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে
সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে ৩ পাতার সংগৃহীত
চতুর্দশ সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষায় ফল প্রকাশ করা হয়েছে।
পরীক্ষায় ৯৪৬ জন উত্তীর্ণ হয়েছেন। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। লিখিত পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।
চতুর্দশ সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা গতকাল শনিবার (২৫ সেপ্টেম্বর) নেওয়া হয়। রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, মগবাজারের সিদ্ধেশ্বরী কলেজ ও বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজে হবে প্রিলিমিনারি পরীক্ষা। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে রোববার ফল প্রকাশের কথা জানানো হয়।