সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জমি দখলের অভিযোগে সুবর্ণচরে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন। কবে থেকে শুরু হবে যৌথবাহিনীর অভিযান জানালো ইসি নিখোঁজের দুইদিন পর বাড়ির রান্নাঘর থেকে মিলল স্কুলছাত্রীর মরদেহ ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনির মনোনয়ন বাতিল ঢাকা-১৪ আসনে এলডিপি প্রার্থী সোহেল রানার মনোনয়ন বৈধ যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেনকে গুলি করে হত্যা সেই বৈষম্যবিরোধী নেতা গ্রেপ্তার মদন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি আল মাহবোব, সম্পাদক উজ্জ্বল মদনে স্কুলছাত্র শাওন হত্যা: দুই সহপাঠী আটক, একজনের দায় স্বীকার নরসিংদীতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

সেই বৈষম্যবিরোধী নেতা গ্রেপ্তার

ফারজানা আক্তার স্টাফ রিপোর্টার :
  • আপলোডের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

ওসিকে প্রকাশ্যে হুমকি: হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা নেতা মাহদী হাসান গ্রেপ্তার

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় অবস্থানকালে মাহদী হাসান ওসিকে উদ্দেশ করে ‘আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি’—এমন মন্তব্য করে প্রকাশ্যে হুমকি দেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় এবং দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
ভিডিওটি ভাইরাল হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শনিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে পুলিশ সুপার ইয়াছমিন খাতুন বলেন, “ওসিকে হুমকি ও রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়ায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
এদিকে, ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি থেকে মাহদী হাসানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। সংগঠনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, শায়েস্তাগঞ্জ থানায় দেওয়া তার বক্তব্য সংগঠনের আদর্শের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে সংগঠনের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..