বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন , ই-পেপার

মদনে স্কুলছাত্র শাওন হত্যা: দুই সহপাঠী আটক, একজনের দায় স্বীকার

মদন (নেত্রকোনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

নেত্রকোনার মদন উপজেলায় শাওন নামে দশম শ্রেণির এক স্কুলছাত্র হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় একই স্কুলের দুই সহপাঠীকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এক সহপাঠী হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত শাওনের বাবা আওলাদ হোসেন দুলাল বুধবার (১ জানুয়ারি) মদন থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। পরে চানগাঁও চকপাড়া গ্রামের শাসতন মিয়ার ছেলে ও দশম শ্রেণির ছাত্র কায়েস মিয়া এবং জাহাঙ্গীরপুর গ্রামের এনামুল হক মিয়ার ছেলে মাহফুজুর রহমানকে আটক করে পুলিশ। বুধবার কায়েস মিয়া ও বৃহস্পতিবার মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহফুজুর রহমান নামে এক সহপাঠী শাওন হত্যার দায় স্বীকার করেছে।
নিহত শাওন মদন উপজেলার মাঘান ইউনিয়নের পদ্মশ্রী ভূঁইয়াহাটী গ্রামের আওলাদ হোসেন দুলাল মিয়ার ছেলে এবং তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
থানা ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় শাওন তার দাদার মনোহারী দোকানে কদমশ্রী বিকাল বাজারে গেলে অজ্ঞাতনামা দুই সহপাঠী তাকে ডেকে হাওর এলাকায় নিয়ে যায়। এরপর রাতভর পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরদিন সোমবার সকালে একটি ফসলি জমি থেকে শাওনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সন্দেহের ভিত্তিতে দুই সহপাঠীকে আটক করা হয়। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, ঘটনাটি মেয়েসংক্রান্ত বিরোধ থেকে ঘটতে পারে। এ ঘটনায় সংশ্লিষ্ট সন্দেহে এক কিশোরীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসনাত জামান বলেন, স্কুলছাত্র শাওন হত্যার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। সন্দেহভাজন হিসেবে একই স্কুলের দুই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একজনকে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..