সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কুড়িগ্রাম-১ আসনে জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলামের মনোনয়ন পত্র দাখিল। এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, করবেন না নির্বাচন নরসিংদী – ২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ড. আব্দুল মঈন খান । গাজীপুর-৫ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নরসিংদীতে ব্যবসায়ীদের উদ্যোগে খাসি পুরস্কারের ফুটবল ম্যাচ বোরহানউদ্দিনে ট্রাক–সিএনজি সংঘর্ষে নারীসহ ৩ জন নি’হত, আ’হত ৪ টাঙ্গাইলের মির্জাপুরে এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী এ্যাড. ফরিদুজ্জামান ফরহাদকে ফুলেল শুভেচ্ছায় বরণ খোকসায় অবৈধভাবে সার মজুদের দায়ে এক লাখ টাকা জরিমানা ১৩৫০ বস্তা জব্দ।

মদনে শিক্ষক এর বিরুদ্ধে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

নেত্রকোনার মদনে সহকারি শিক্ষক সমিতির সহ-সভাপতি শফিউল্লাহ লালনকে নিয়ে অশালীন বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ায় শিক্ষক মানিকের বিরুদ্ধে পৃথক পৃথক স্থানে মানববন্ধন করেন এলাকাবাসী। শুক্রবার মদন-কেন্দুয়া সড়কের রত্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে চানগাঁও রত্মপুর গ্রামবাসীর উদ্যোগে পৃথক পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির মদন উপজেলা শাখার মাহমুদুর রহমান মির্জা পাভেলকে সভাপতি ও হাসানুল মান্না নিউটনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ২৯ সেপ্টেম্বর,২০২৫ তারিখ ১০১ সদস্য বিশিষ্ট অনুমোদন দেয়। উক্ত কমিটিতে শফিউল্লাহ লালনকে সহ-সভাপতি করা হয়। কমিটি অনুমোদনের পর থেকে শিক্ষক মানিক মিয়া এআই সফ্টওয়ার ব্যবহার করে শিক্ষক লালনের বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে তার মান ক্ষুন্ন করে।

এরই প্রতিবাদে (২৪ অক্টোবর) শুক্রবার বেলা ১১ টায় শতাধিক মহিলা মদন-কেন্দুয়া সড়কের রত্মপুর নামক স্থানে ঝাড়ু– ও জুতা নিয়ে মানিক মাস্টারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। ওই দিনে দুপুর ৩টায় চানগাঁও রত্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, চানগাঁও ইউনিয়নের আজিজুল ইসলাম, সুমন মিয়া, আলী আকবর, ইউপি সদস্য হাশেম উদ্দিন, চানগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মহসিন মিয়া, মঞ্জুরা আক্তার, সাবিনা আক্তার, সালেহা আক্তার প্রমূখ।

বক্তারা বলেন, শফিউল্লাহ লালন মাস্টারের বিরুদ্ধে মানিক মাস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে তা অনতিবিলম্বে প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহবান জানান। তা না হলে তার বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেয়ার হুমকি দেন।

শিক্ষক শফিউল্লাহ লালন জানান, মানিক মাস্টার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই সফ্টওয়ার ব্যবহার করে কুরুচিপূর্ণ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে আমার মান ক্ষুন্ন করেছে। এছাড়া আমাকে নিয়ে বিভিন্ন সময়ে বাজে মন্তব্য করে আমাকের হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে এলাকাবাসী এ মানববন্ধন করেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..