বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নোংরামির সঙ্গে থাকতে চাই না বলেই সরে দাঁড়িয়েছি: তামিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন আসিফ আকবর গোলাপগঞ্জে সাংবাদিক আব্দুল আহাদের উপর হামলার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাকিবের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ সাতক্ষীরায় আওয়ামী লীগ নেত্রী আটক সাবেক সংরক্ষিত নারী আসনের এমপি তামান্না নুসরাত বুবলী গ্রেপ্তার । জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না মোহনগঞ্জে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন, ড্রেজার মালিককে জরিমানা ঘোড়াশালে গনি মিয়া নামক এক প্রবাসী যুবকের গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার, কালীগঞ্জে শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে ওসি’র মতবিনিময়

মোহনগঞ্জে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন, ড্রেজার মালিককে জরিমানা

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

নেত্রকোণার মোহনগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোতালিব মিয়া (৪০) নামে এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম.এ. কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে গতকাল শুক্রবার বিকালে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় কংস নদীতে থাকা বালুভর্তি বাল্কহেড জব্দ করে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিককে জরিমানা করা হয়।

অভিযুক্ত ড্রেজার মালিক মোতালিব মিয়া কলমাকান্দা উপজেলার

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় একটি প্রভাবশালী চক্র উপজেলার ধনু ও কংস নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করে। পরে এসব বালু মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর ও টেংগাপাড়াসহ বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করেন। শুক্রবার দুপুরে অবৈধভাবে নদী থেকে উত্তোলন করা বালু নিয়ে একটি বাল্কহেড পৌরশহরের টেংগাপাড়া কংস নদীর ঘটে লাগে। খবর পেয়ে বিকালে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে উত্তোলন করা বালু বিক্রি করা দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ড্রেজার মালিক মোতালিবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম.এ. কাদের বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..