বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বর্ষপূর্তি বছর পূর্ণ হলেও জুলাই শহীদরা এখনও সম্মাননা পায়নি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সা’দত কলেজ  নেত্রকোণায় বিএনপি নেতার গুদামে সরকারি চাল, বিশেষ ক্ষমতা আইনে মামলা ধর্মপাশায় বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ, পুলিশ কনস্টেবল গ্রেফতার। প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরে রাজি দিয়ে বিএনপি, আকাশসীমা বন্ধ করল মধ্যপ্রাচ্যের ৪ দেশ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল ঘোষণা সাবেক সিইসিকে হেনস্তায় জড়িতদের বিচার চান রিজভী লোহাগড়ায় তিলক্ষেত থেকে প’চা-গ’লা অবস্থায় মহিলার লা’শ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য কচাকাটা থানার শিবের হাট গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু। ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সা’দত কলেজ 

সরকারি সা'দত কলেজ প্রতিনিধি।
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

 

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সরকারি সা’দত কলেজে অনার্স ৪র্থ বর্ষ অভ্যন্তরীণ পরীক্ষা-২০২৩ এর ফলাফলের ভিত্তিতে ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কার তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার (৩ জুলাই) কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের এ পুরস্কার তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত প্রধান অতিথি হিসেবে ছিলেন সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনিরুজ্জামান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুল্যাহ তালুকদার। উক্ত স্বাগত বক্তব্য রাখেন জনাব মোঃ আব্দুস সালাম মিয়া (সদস্য, অনার্স ৪র্থ বর্ষ অভ্যন্তরীণ পরীক্ষা-২০২৩)। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ গোলাম সারওয়ার খান (আহ্বায়ক, অনার্স ৪র্থ বর্ষ অভ্যন্তরীণ পরীক্ষা-২০২৩)। এছাড়া উপস্থিত ছিলেন সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক মন্ডলী, সরকারি সা’দত কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ, বিএনসিসি ও স্কাউট সদস্যবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
পুরষ্কার প্রাপ্ত শিক্ষার্থীরা হলো:- বাংলা বিভাগ : জেসমিন আক্তার(১ম), রুপা(২য়), বিথী আক্তার(৩য়)। ইংরেজি বিভাগ : আফরোজা সুলতানা বৃষ্টি(১ম), সাথী আক্তার(২য়), ইসরাত তহুরা(৩য়)। ইতিহাসের বিভাগ : মেহেরুন নেসা মারিয়া(১ম), রমিজুল(২য়), মোমেনা আক্তার(৩য়)। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ : সুমাইয়া শাওন(১ম), সাদিয়া আক্তার(২য়), সাথী আক্তার(৩য়)। দর্শন বিভাগ : শায়লা(১ম), সুবর্ণা আক্তার(২য়), শান্তা আক্তার(৩য়)। ইসলামিক স্টাডিজ বিভাগ: ফারজানা(১ম), ইশা আক্তার(২য়), মোঃ তাওহীদুল ইসলাম(৩য়)। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ : শ্রী সুবর্ণা সূত্রধর(১ম), জান্নাতুল মাওয়া জুই(২য়), মোছাঃ তানিয়া আক্তার(৩য়)। সমাজকর্ম বিভাগ : মনিরা আক্তার(১ম), দিপালী রাণী পাল(২য়), মিমি(৩য়)। অর্থনীতি বিভাগ: রুপা আক্তার(১ম), উম্মে হাবিবা রিয়া(২য়), খোরশেদ আলম(৩য়)। ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ : সানজিদা আক্তার(১ম), শাহিদা আক্তার(২য়), আইরিশ আক্তার(৩য়)। হিসাব বিজ্ঞান বিভাগ : চন্দনা ভৌমিক(১ম), মোঃ আশিক মিয়া(২য়), শিরিনা আক্তার(৩য়)। ব্যবস্থাপনা বিভাগ : নাদিয়া হোসেন ইমা(১ম), মোঃ সিফাত হোসেন(২য়), পলি আক্তার(৩য়)। প্রাণিবিদ্যা বিভাগ : তানজি আক্তার সুমাইয়া(১ম), মাহফুজা আক্তার(২য়), আরবি আক্তার(৩য়)। রসায়ন বিভাগ : সাবিত্রী রাণী রাজবংশী(১ম), অর্পিতা খা(২য়), ফাতেমা-তুজ-জোহরা(৩য়)। উদ্ভিদবিজ্ঞান বিভাগ: রেশমা(১ম), মোঃ রাকিবুল হাসান(২য়), সঞ্চিতা শীল(৩য়)। প্রাণিবিদ্যা বিভাগ: তন্দ্রিমা দেবনাথ তমা(১ম), সম্পা আক্তার(২য়), সাদিয়া ইসলাম তামান্না(৩য়)। গণিত বিভাগ: রিতা আক্তার(১ম), সুব্রত সূত্রধর(২য়), সাজিয়া(৩য়)।
স্বাগত বক্তা বক্তব্যের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন আজকে যারা পুরস্কারের জন্য মনোনীত হয়েছে শুধু তারাই মেধাবী এমনটি নয়। প্রতিটি শিক্ষার্থীই মেধাবী। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন তোমাদের মেধা দিয়ে, জ্ঞান দিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এছাড়াও তোমাদের সফল ও মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের এই অনুষ্ঠানের মূল কারণ হচ্ছে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা, উৎসাহ দেওয়া এবং ভালো ফলাফলের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া। কিন্তু অনুষ্ঠানে আশানুরূপ শিক্ষার্থীদের উপস্থিতি না থাকায় তিনি হতাশা ব্যক্ত করেন। তিনি কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে এবং অন্যের ক্ষতি না করে নিজের লক্ষ্য পূরণ করতে হবে। এছাড়াও শিক্ষার্থীদের ধৈর্যশীল, সৎকর্ম এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
পরিশেষে সভাপতি তার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..