সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৬:০১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন গাজী জসীম উদ্দিন। সিংড়ায় ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবক গ্রেপ্তার সাংবাদিকদের সম্মানে রায়পুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল রাজধানীর সাত কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা: ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপানো সেই যুবদল নেতা বহিস্কার শহীদ সাগর ও শহীদ রাব্বির আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর: নামকরণের প্রত্যাশায় শিক্ষার্থীরা। জামায়াতে ইসলামীর “কর্মী শিক্ষা শিবির” অনুষ্ঠিত। আছিয়ার মৃত্যুতে শোক এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বহ্নিশিখা ও গ্রীন ভয়েস এর প্রতিবাদ কর্মসূচি

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপানো সেই যুবদল নেতা বহিস্কার

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় নেত্রকোণার মোহনগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

আজ শনিবার (১৫ মার্চ) কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে খোকনকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়।

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি আরও জানানো হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে উক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মাইনুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদা না পেয়ে গতকাল শুক্রবার বিকালে জসীম উদ্দীন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে পৌর ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকন ও তার সহযোগীরা। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে পরে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গুরুতর আহত জসীম উদ্দীন মোহনগঞ্জের পানুর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীতে থাকা রিক্রুটিং এজেন্সি মেসার্স আফিফ ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারীভুক্তভোগী পরিবার সহ ঢাকায় বসবাস করেন।

আহত ব্যবসায়ী জসীম উদ্দীনের স্ত্রী নিশা আক্তার বলেন, গত ৫ আগস্টের পর থেকে যুবদল নেতা খোকন ও তার সহযোগীরা জসীম উদ্দীনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় তারা ক্ষিপ্ত হন। শুক্রবার বিকালে মোহনগঞ্জ শহরের পাথরঘাটা এলাকায় জসীমের ওপর হামলা হয়। হামলায় রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে খোকনসহ ১০-১২ জন অংশ নেয়। এ ঘটনায় মামলা করা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে বহিষ্কৃত পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকন বলেন, আমি জসীমের কাছে চাঁদা চাইনি। সে আগে আওয়ামী লীগের লোকজনের সাথে মেলামেশা করতো। এখন বিএনপির লোকজনের সাথে মেশার চেষ্টা করছে। এসব নিয়ে কিছু ঝামেলা ছিল। কিন্তু চাঁদা চাওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..