সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
স্বামী কে বেঁধে রেখে তার সামনে স্ত্রীকে গণধর্ষণ আটক -৫ লোহাগড়ায় যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবী হত্যাকান্ড ৫০ লাখ টাকা চাঁদাবাজি : পলাতক ছাত্রনেতা জানে আলম অপু গ্রেপ্তার লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ডিসেম্বরে মধ্যে নির্বাচন হলে খালেদা জিয়া অংশ নেবেন: আবদুল আউয়াল মিন্টু সুনামগঞ্জ ১ আসনের বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনসভা করেন,আলহাজ্ব আনিসুল হক ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, মাঠেই চলছে শিশুদের ক্লাস লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলমের আদালতে আত্মসমর্পণ, জেল-হাজতে প্রেরণ ১০২ জন এসি ল্যান্ডকে প্রত্যাহার ইউকে বাংলা” প্রেস ক্লাবের ‘দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

মোহনগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

নেত্রকোণার মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ এসোসিয়েশন কর্তৃপক্ষের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, সম্মাননা, সনদ প্রদান, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় মোহনগঞ্জ মহিলা কলেজে এ সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠিত হয়। মোহনগঞ্জ ন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুল এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্ণায়েন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক বিমল পাল প্রমূখ। এসময় বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষকনও শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

নেত্রকোণার মোহনগঞ্জ, বারহাট্টা ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাসহ এ তিনটি উপজেলার মোট ১০ টি কিন্ডারগার্টেনের সমন্বয়ে জিনিয়াস স্কলারশিপ এসোসিয়েশনের মাধ্যমে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুলের নেতৃত্বে দীর্ঘ বছর ধরে পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের বাচাই করে বৃত্তি দিয়ে আসছে।

এবার ন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুল, লিটল স্টার কিন্ডারগার্টেনসহ ১০ টি প্রতিষ্ঠানের মোট ৭৫ জন মেধাবী শিক্ষার্থী যারা জাতীয় পর্যায়ে, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বৃত্তিসহ বিভিন্ন পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখেছে তাদের সংবর্ধনা, সম্মাননা, সনদ দেওয়া হয়েছে। অনুষ্ঠানের এক পর্যায়ে শিক্ষার্থীরা গান, কবিতা ও নৃত্য সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করে। শেষে শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়।

আয়োজক প্রতিষ্ঠান ন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ তালুকদার বলেন, তিন উপজেলার ১০টি কিন্ডারগার্টেনের সমন্বয়ে দীর্ঘ ৮ বছর ধরে এই জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছি। প্রতিযোগীতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধাকে আরও শানিত করার সুযোগ পাবে। আমরা শ্রম দিয়ে কিন্ডারগার্টেনে শিক্ষার্থীদের মূল ভিত্তিটা মজবুতভাবে আমরা গড়ে দিচ্ছি। উপরের ক্লাশে গিয়ে তারা মেধার স্বাক্ষর রাখছে। আমাদের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে প্রতিযোগীতায় টপ টেনে স্থান করে নিয়েছে। এছাড়া বিভাগে, জেলা-উপজেলায় মেধা বৃত্তি পাচ্ছে। তাদের সফলতায় আমরা আনন্দিত হই, গর্ববোধ করি। আজকে এমন মেধাবীদের সংবর্ধনা, সম্মাননা ও সদন দেওয়া হয়েছে। এসব তাদের অনুপ্রেরণা যোগাবে। তাদের জানার ও শেখার আগ্রহ তৈরি হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..