সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১০:৩১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ১১৪ জনের মরদেহ উত্তোলনের নির্দেশ স্বামী কে বেঁধে রেখে তার সামনে স্ত্রীকে গণধর্ষণ আটক -৫ লোহাগড়ায় যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবী হত্যাকান্ড ৫০ লাখ টাকা চাঁদাবাজি : পলাতক ছাত্রনেতা জানে আলম অপু গ্রেপ্তার লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ডিসেম্বরে মধ্যে নির্বাচন হলে খালেদা জিয়া অংশ নেবেন: আবদুল আউয়াল মিন্টু সুনামগঞ্জ ১ আসনের বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনসভা করেন,আলহাজ্ব আনিসুল হক ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, মাঠেই চলছে শিশুদের ক্লাস লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলমের আদালতে আত্মসমর্পণ, জেল-হাজতে প্রেরণ ১০২ জন এসি ল্যান্ডকে প্রত্যাহার

মোহনগঞ্জে ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনায় যুবক গ্রেফতার

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

নেত্রকোণার মোহনগঞ্জে এক ব্যবসায়ীর দোকানের নগদ টাকা ও মালামাল চুরির ঘটনায় জিহাদ আহাম্মেদ জিসান ওরফে রুপান্তর (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে।সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে গত রোববার দিবাগত রাতে পৌরশহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার রুপান্তর মোহনগঞ্জ পৌরশহরের ২নং ওয়ার্ড টেংগাপাড়া এলাকার মনিরুজ্জামান মুন্না ওরফে জামালের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী ব্যবসায়ীর সাথে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে মোহনগঞ্জ পৌরসভা কার্যালয় সংলগ্ন মনোহারি ব্যবসায়ী মিঠু মিয়ার দোকানে চুরির ঘটনা ঘটে। পাশের একটি দোকানের শার্টারের তালা ভেঙে পরে সিলিং বেয়ে মিঠুর দোকানে যায় চোর। দোকানে থাকা নগদ টাকা, সিগারেট, মোবাইল রিচার্জ কার্ড ও অন্যান্য জিনিসপত্র সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় পরদিন থানায় অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী।

এদিকে দোকানে থাকা সিসিটিভি ফুটেজে চোরকে চিহ্নিত করে পুলিশ। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ভুক্তভোগী ব্যবসায়ীর ভাই নান্নু মিয়া বলেন, পাশের একটি দোকানের শার্টারের তালা ভেঙে পরে সিলিং বেয়ে আমাদের দোকানে চোর প্রবেশ করে। দোকানে থাকা নগদ টাকা, সিগারেট, ও মোবাইলের রিচার্জ কার্ড ও অন্যান্য জিনিসপত্র সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। তবে দোকানে সিসিটিভি ক্যামেরা থাকায় ফুটেজে ওই চোরের চেহারা আমরা দেখতে পাই। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম বলেন, গ্রেফতার রুপান্তর একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে মোহনগঞ্জ ও পার্শ্ববর্তী সুনামগঞ্জের ধর্মপাশা থানায় একাধিক চুরির মামলা রয়েছে। এছাড়া নাশকতার মামলাও রয়েছে তার বিরুদ্ধে। দোকানের সিসিটিভি ফুটেজ দেখে রূপান্তরকে সনাক্ত করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আজ সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, চুরি-ছিনতাই ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..