বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নভেম্বরে গণভোট আয়োজন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি ইসলামী আন্দোলনের নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন লোহাগড়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত মদনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভোলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আমরা প্রতিকার চাই, কালীগঞ্জে ফজলুল হক মিলন খুলনা-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ডাক পেলেন রুবায়েদ ও লবী‌। মির্জাপুরে গোলাপী বেগম নামে এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল হামলা নেত্রকোণায় ‘সরকারি অ্যাম্বুলেন্স সেবা’ মিলছে না

রেলের টিকিট কালোবাজারির দায়ে-৩ ব্যক্তিকে অর্থদন্ডসহ কারাদন্ড

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
নেত্রকোণার মোহনগঞ্জে রেল স্টেশনে টিকিট কলোবাজারির সময় হাতে নাতেনাতে তিন ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। আটক তিন জনকে অর্থদন্ডসহ ১০ দিন করে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- নেত্রকোণা মোহনগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড টেংগাপাড়া গ্রামের গোলাম রব্বানী’র ছেলে মো. খসরু (২৫) ও একই ‍গ্রামের মৃত মুসলিম উদ্দিনে’র ছেলে ফুল মিয়া (৪৫)। আরেকজন জামালপুরের মেলান্দহ উপজেলার পাঁচপয়লা গ্রামের মো. আসাদুল্লাহ’র ছেলে আবু সাইম (২৫)। এদের মধ্যে খসরু ও সাইমেকে পাঁচশো টাকা এবং ফুল মিয়াকে নয়শো টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আনুমানিক রাত ৭টার দিকে নেত্রকোণায় দায়িত্বরত সেনা ক্যাম্প থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মোহনগঞ্জ আর্মি ক্যাম্প হতে লেফটেন্যান্ট মো. মাহমুদুল হাসান মেহেদী’র নেতৃত্বে মোহনগঞ্জ রেলস্টেশনে অভিযানের মাধ্যমে টিকেট কালোবাজারি খসরু, সাইম ও ফুল মিয়া নামে তিন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় সেনাবাহিনীর একটি টহল দল তৎক্ষণাৎ মোহনগঞ্জে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম এ কাদের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে অর্থদন্ডসহ কারাদন্ড প্রদান করেন। একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে সাজাপ্রাপ্ত তিনজনকে মোহনগঞ্জ থানা পুলিশেরে কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ হেফাজতে থাকার সত্যতা নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ‍ইসলাম (পিপিএম) জানান, সাজাপ্রাপ্ত তিন আসামিকে আগামীকাল (১০ জানুয়ারি) শুক্রবার
সকালের দিকে রেল পুলিশের সহায়তায় জেলা কারাগার কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..