শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:১৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
চিত্রনায়িকা নিপুন সিলেটে থেকে আটক উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে গেছেন গ্রেপ্তার হওয়া (ওসি) শরীয়তপুর থানার ভেতর থেকে ওসির মরদেহ উদ্ধার রেলের টিকিট কালোবাজারির দায়ে-৩ ব্যক্তিকে অর্থদন্ডসহ কারাদন্ড ক্ষমতায় টিকে থাকার একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে: মির্জা ফখরুল নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাস চাপায় এক সবজি আড়তের শ্রমিক নিহত হয়েছেন।   বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিতকরণ কর্মশালা লোহাগড়ায় থানার সামনে স্বর্ণের দোকানের দেওয়াল ভেঙ্গে দুর্ধর্ষ চুরি সিংড়ায় স্মার্ট প্রেস ক্লাবের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ  দীর্ঘ ৭ বছর পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে ছেলে তারেক রহমান

রেলের টিকিট কালোবাজারির দায়ে-৩ ব্যক্তিকে অর্থদন্ডসহ কারাদন্ড

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
নেত্রকোণার মোহনগঞ্জে রেল স্টেশনে টিকিট কলোবাজারির সময় হাতে নাতেনাতে তিন ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। আটক তিন জনকে অর্থদন্ডসহ ১০ দিন করে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- নেত্রকোণা মোহনগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড টেংগাপাড়া গ্রামের গোলাম রব্বানী’র ছেলে মো. খসরু (২৫) ও একই ‍গ্রামের মৃত মুসলিম উদ্দিনে’র ছেলে ফুল মিয়া (৪৫)। আরেকজন জামালপুরের মেলান্দহ উপজেলার পাঁচপয়লা গ্রামের মো. আসাদুল্লাহ’র ছেলে আবু সাইম (২৫)। এদের মধ্যে খসরু ও সাইমেকে পাঁচশো টাকা এবং ফুল মিয়াকে নয়শো টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আনুমানিক রাত ৭টার দিকে নেত্রকোণায় দায়িত্বরত সেনা ক্যাম্প থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মোহনগঞ্জ আর্মি ক্যাম্প হতে লেফটেন্যান্ট মো. মাহমুদুল হাসান মেহেদী’র নেতৃত্বে মোহনগঞ্জ রেলস্টেশনে অভিযানের মাধ্যমে টিকেট কালোবাজারি খসরু, সাইম ও ফুল মিয়া নামে তিন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় সেনাবাহিনীর একটি টহল দল তৎক্ষণাৎ মোহনগঞ্জে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম এ কাদের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে অর্থদন্ডসহ কারাদন্ড প্রদান করেন। একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে সাজাপ্রাপ্ত তিনজনকে মোহনগঞ্জ থানা পুলিশেরে কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ হেফাজতে থাকার সত্যতা নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ‍ইসলাম (পিপিএম) জানান, সাজাপ্রাপ্ত তিন আসামিকে আগামীকাল (১০ জানুয়ারি) শুক্রবার
সকালের দিকে রেল পুলিশের সহায়তায় জেলা কারাগার কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..