নেত্রকোণার মোহনগঞ্জে বিএনপি নেতার বাসায় হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ নভেম্বর) রাতে পৃথক অভিযানে পৌরশহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
মোহনগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, পৌরশহরের দক্ষিণ দৌলতপুর এলাকার প্রণয় দত্ত (৫৮) ও একই এলাকার মঞ্জরুল হক (৪৫)।
এদের মধ্যে প্রণয় দত্ত পৌরশহরের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং মঞ্জুরুল হক সাবেক যুবলীগ নেতা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে যে গত ১৮ জুলাই পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের টেংগাপাড়া এলাকার বাসায় হামলা চালায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় রামদাসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ঘরের ব্যাপক ক্ষতিসাধন করে এবং লুটপাট চালায় হামলাকারীরা। এরপর শেখ হাসিনার সরকার পতনের পর ২৮ সেপ্টেম্বর থানায় মামলা করেন ওই বিএনপি নেতা। এতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ৩০ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ওই মামলায় এর আগেও বেশ কয়েকজন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, রবিবার দুপুরে গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে
এই ক্যাটাগরীর আরো খবর..