মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে ১০ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকারের একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখা যায়। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলছে এখন পর্যন্ত এ ধরনের কোনো তালিকা প্রকাশ করেনি।
আজ মঙ্গলবার (৬ আগস্ট) আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা এখনো অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকবে এরূপ কোনো তালিকা প্রকাশ করিনি, কেউ বিভ্রান্ত হবেন না।
এদিকে ন্যায্যমূল্যে যেকোনো সেবা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমগ্র দেশবাসীর প্রতি আহ্বান থাকবে, জিনিসপত্রের দাম কমিয়ে দিয়ে ন্যায্যমূল্যে যেকোনো সেবা দেওয়ার জন্য। দেশের চলমান সংকটময় পরিস্থিতিতে সবার পাশে দাঁড়ান। বিজয়ের দ্বারপ্রান্তে আমরা, দেশবাসীকে সহযোগিতা করুন, নাশকতাকারীদের এবং সন্ত্রাসীদের রুখে দিন। প্রত্যেক এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে নেমে পড়ুন। আমরাই এই দেশের ভবিষ্যত। বিজয়ী আমরা হবোই।
বাকি যেসব সদস্যের নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে। তারা হলেন ড. সলিমুল্লাহ খান, ড. আসিফ নজরুল, বিচারপতি (অব.) মো. আব্দুল ওয়াহাব মিঞা, জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া, মেজর জেনারেল (অব.) সৈয়দ ইফতেখার উদ্দিন, ড. দেবপ্রিয় ভট্টাচার্য, মতিউর রহমান চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, ড. হোসেন জিল্লুর রহমান, বিচারপতি (অব.) এম এ মতিন